বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ জন্য ভোলা-লক্ষ্মীপুরসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে লঞ্চ ও ছোট ছোট নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। তবে ভোল-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেশি পড়েছে সিট্রাকের উপর। তাই অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোট কিংবা ট্রলারে চড়ে উত্তাল মেঘনা পাড়ি দেয়। যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন জানান, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রবিববার বিকেল সাড়ে ৫টা থেকে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/নাজমুল