গাইবান্ধায় মুরগীর খামারে ফাঁদ পেতে রাখা তারে বিদ্যুতায়িত হয়ে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে ও স্থানীয় লেংগাবাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মর্তুজা আলী।
ইউপি সদস্য ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়ার এলাকার তারা মিয়ার একটি মুরগীর খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে। এজন্য তারা মিয়া খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে শিয়াল ডিম খেতে না পারে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখতে পায়। ওই ডিমটি আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই অনন্দ কুমার মারা যান।
বিডি প্রতিদিন/এএ