কুমিল্লার চান্দিনায় শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফাকে (৩০) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০পিস ইয়াবা, মাদক বিক্রির ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- মাদক ব্যবসায়ী মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই তরুণ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য। এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাদক সেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতো মোস্তফা।
সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান- মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার উপর আমাদের নজরদারী বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন