খাগড়াছড়িতে জেলা পরিষদ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে বায়োডাইভার্সিটি ইকোনমিক্স সিস্টেম সাইট সিলেকশনের ওপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ইউএনডিপির রাঙামাটির কর্মকর্তা সুপ্রিয় চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির খাগড়াছড়ির ম্যানেজার প্রিয়তর চাকমা।
কর্মশালায় অংশ নেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ আবদূল লতিফ চৌধুরি, সদস্য নিটল মনি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। কর্মশালায় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল