খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ঐক্য পরিষদের উদ্যোগে দিনব্যাপী মুহতামিম সম্মেলন ও শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি টাউন হলে সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মাওলানা ক্বারী ওসমান গনি। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা ওবায়দুর রহমান খান নদবী মহাপরিচালক বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ।
প্রধান আলোচক ছিলেন, আল্লামা মাহফূজুল জুল হক মহাসচিব বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশ। সম্মেলনে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, মাওলানা মুসলেউদ্দিন রাজু মাওলানা মুফতি, আব্দুল ওয়াহাব মাওলান, নাঈম উদ্দিন মাওলানা, মুফতি মোঃনোমান। সম্মেলন ও প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষক অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ