রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবার কোনো নারী শিক্ষার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের শিক্ষার্থী তাসিন খান এবার অরাজনৈতিক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন। এদিকে ঢিমেতালে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন। এখন পর্যন্ত ভিপি পদে মনোনয়ন তুলেছেন আটজন। তা ছাড়া নির্বাচনে অংশগ্রহণে পিছিয়ে নারীরা। গত তিন দিনে ছাত্রী হলে মনোনয়নপত্র বিতরণ হয়েছে একটি। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৩১ আগস্ট পর্যন্ত চলবে নির্বাচনের মনোনয়ন বিতরণ। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট সদস্য পদে মনোনয়ন তুলেছেন প্রায় ৫৬৫ জন পদপ্রার্থী। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আটজন মনোনয়ন তুলেছেন। নারী প্রার্থী তাসিন খান বলেন, আমাদের লক্ষ্য ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা। আমি নির্বাচিত হলে শতভাগ আবাসন নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ, কোয়ালিটি এডুকেশন, খাবার গুণগত মান নিশ্চিত এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সমন্বয় সাধনে সর্বাত্মক কাজ করব।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. শরমিন হামিদ বলেন, শেষ তিন দিনে আবাসিক হলগুলোতে পাঁচটির মতো মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ছাত্রী হলে একটি।