‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন' এ প্রতিপাদ্যে নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ছাবের আহমদ। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সুমন জেলা তথ্য কর্মকর্তা বেলাল হোসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম।
বিডি প্রতিদিন/নাজমুল