বগুড়ায় ইয়োথ স্কিল ডেভেলপমেন্ট থ্রু ভোকেশনাল ট্রেনিং (ওয়াইএসডিটিভিটি) প্রকল্পের আওতায় ৯৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মাঝে টুলবক্স ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের উডবার্ন লাইব্রেরি অডিটোরিয়ামে আমাল ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ বলেন, আমাল ফাউন্ডেশন ভবিষ্যতে দেশের যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। কারিগরি প্রশিক্ষণ তরুণ সমাজকে স্বাবলম্বী করে তুলবে এবং একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে।
আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার ফাহিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক এ এইচ এম এনামুল হক এবং আমাল ফাউন্ডেশন বগুড়া প্রতিনিধি ইস্কান্দার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেনার ফরহাদ হোসেন, খলিলুর রহমান, উন্নয়নকর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ওয়ান উম্মাহ চ্যারিটি ইউকে’র সহযোগিতায় আয়োজিত এই প্রকল্পের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের ৯৭ জন যুবক তিন মাসব্যাপী বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে একটি করে টুলবক্স ও প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র তুলে দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল