ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার মধ্যরাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে মাকসুদ এবং রাফেজ নামের দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড।
ধারণা করা হচ্ছে, মনপুরার ম্যানগ্রোভ বন থেকে হরিণ শিকার করে ওই মাংস ঢাকায় পাচার করা হচ্ছিল। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড এর মিডিয়া উইং।
বিডি প্রতিদিন/এএম