নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির (১৯) হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বুধবার সোনাপুর-কবিরহাট প্রধান সড়কের বাল্লার কোটা নামক স্থানে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। পরে দুপুর সাড়ে বারোটা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদেরকে শান্ত করে আসামিকে গ্রেফতারের সহযোগিতার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সড়কের অবস্থান ধর্মঘট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শত শত শিক্ষার্থী, নিহত রাফির বাবা, মা, স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সমাবেশে রাফির বাবা আবুল কালাম আজাদসহ এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তাগণ ঘটনার ৭ দিনেও ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির হত্যাকারী পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেফতার না করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। সমাবেশে রাফির হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পর অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন এলাকা থেকে পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ