চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের পুশইনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি।
বুধবার বেলা ১২টা থেকে এক ঘণ্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার।
বিজিবি অধিনায়ক মো. নাজমুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অভিবাসী হিসেবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। যা একদিকে আন্তর্জাতিক সীমান্ত আইন এবং অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, ভবিষ্যতে যেন সীমান্ত দিয়ে এ ধরনের পুশইনের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিএসএফকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএসএফ কমান্ড্যান্ট সুজিত কুমার বিজিবির উত্থাপিত বিষয়ে একমত প্রকাশ করেন এবং সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে তার অধীনস্থ স্থানীয় কমান্ডারদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে আশ্বাস দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল