মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাদের ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জমি জমা সংক্রান্ত মামলার বিরধের জের ধরে দুপুরে ১২টা ৩০ মিনিটে আদালত প্রাঙ্গণে দক্ষিণ শালিকা ও গুচ্ছ গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এ সংঘর্ষে আহত হয় সাইফুল হোসেন, রাজ (২৪) এবং সেলিম রেজা (৫০)। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের ভর্তি করার পর এক ঘণ্টাও না যেতে আনুমানিক দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের কয়েকজন লাঠিসহ হাসপাতালের ঢুকে চিকিৎসাধীন সাইফুল ও রাজের ওপর হামলা চালায়। এ সময় তারা বেডে থাকা অবস্থাতেই লাঠি ও ঘুষি-থাপ্পড়ে মারধরের শিকার হন।
হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, এভাবে ভেতরে ঢুকে রোগীর ওপর হামলা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সাইফুল হোসেনের মাথায় ফের আঘাত লাগে এবং তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আদালত চত্বরে সংঘর্ষের পর হাসপাতালে আবার হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল