চলতি বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একই সঙ্গে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। এমন অবস্থায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মশারি টানে অভিনব কর্মসূচি পালন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে তারা অভিনব জনসচেতনতামূলক এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে চোখ আটকে যায় সাধারণ মানুষের। রীতিমত সেখানেই উৎসুক মানুষের ভিড় জমে।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনসচেতনতা সৃষ্ট করতে এ কর্মসূচি পালন করছি। মূলত আমি মশারির মধ্যে ঢুকে আছি, এটা একটি প্রতীকী বিষয়। এর মাধ্যমে আমরা সবাই সাধারণ মানুষকে সচেতন করতে চাই। সবাই যদি মশারি টানিয়ে ঘুমাই তাহলে ডেঙ্গু থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। তবে মশারিই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় নয়। বরং আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমরা ডেঙ্গু থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডক্টর হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান হাজী আবুল কাসেম মোল্লা, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এম হিন সরদার, বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আনিসসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল