শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সাতজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আফসানা বেগম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন,
পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম এবং রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন।
বিডিপ্রতিদিন/কবিরুল