মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে এমভি ময়ূর-৭ নামে একটি লঞ্চ ও বালুবাহী এমবি রেদোয়ান রিয়াদ-১ বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এমভি ঈগল-৪ নামে চাঁদপুরগামী আরেকটি লঞ্চে করে দুর্ঘটনা কবলিত এমভি ময়ূর লঞ্চের ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।
জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়ূর-৭ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রীবোঝাই করে চাঁদপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথে মোল্লারচর এলাকা সংলগ্ন মাঝ নদীতে লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে নৌযান দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই