চাঁপাইনবাবগঞ্জ কারাগারের সাবেক জেল সুপার শরিফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ছাত্র-জনতা। সেইসাথে ছাত্র-জনতার নেতৃবৃন্দের নামে জেল সুপারের মিথ্যা অভিযোগ করার প্রতিবাদ জানানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবে ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ করেন যুব অধিকার জেলা কমিটির সদস্য মোঃ রাতুল হাসান নিশান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ কারাগারের সাবেক জেল সুপার শরিফুল ইসলাম গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র-জনতার নেতৃবৃন্দ মোঃ ওয়ালিদ, তানভির, সাদ, সাব্বির, সোহেল ও রাতুল হাসান নিশান বিভিন্ন সময় তার কাছে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। যা নিছক মিথ্যাচার ও ভিত্তিহীন। বরং জেল সুপার ১ হাজার ৫শ ৫ কেজি চাল ও ২৮ হাজার কেজি খড়ি ক্রয়ে দুর্নীতি করেছেন যা গত ৪ মে তদন্ত কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এলে এর প্রমাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তাই সাবেক জেল সুপার অবিলম্বে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আউনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র-জনতার সোহেল রানা।
বিডি প্রতিদিন/এএ