অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম যাচ্ছেন আগামীকাল বুধবার। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন তিনি। আগামীকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানসহ দিনভর তার বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার সফরসূচি অনুসারে, তিনি সকালে চট্টগ্রাম পৌঁছার পর বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে এক সভায় যোগ দেবেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সকাল ৯টার দিকে হবে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন। সেখানে তিনি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম হবে এ কালুরঘাট সেতু। সর্বশেষ একনেক সভায় সেতুটি নির্মাণের জন্য ১১ হাজার ৫৬০ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার ৪৩৫ কোটি টাকা দিচ্ছে সরকার, আর বাকি ৭ হাজার ১২৫ কোটি টাকা আসবে কোরিয়ান ঋণ থেকে। দীর্ঘদিন ধরে বোয়ালখালীবাসী এ সেতুর দাবি জানিয়ে আসছিলেন।
প্রধান উপদেষ্টার ব্যস্ততার কারণে চট্টগ্রাম সার্কিট হাউজে ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। এরপর দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্র্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একসময়ের নিবেদিতপ্রাণ শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমাবর্তন দেশের এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তন, যেখানে অংশ নিচ্ছেন ২৩ হাজার সাবেক শিক্ষার্থী।
জানা গেছে, সমাবর্তন শেষে প্রধান উপদেষ্টা চবি অর্থনীতি বিভাগ ঘুরে দেখবেন এবং পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে কিছুক্ষণ সময় কাটাবেন।
এদিকে, ড. ইউনূসের চট্টগ্রাম সফর উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, নিরাপত্তায় নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ