পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে মোহাম্মদ মুমিন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা মো. রাকিব মুন্সির শিশু পুত্র মুমিন পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের বেড়ের ধন খালে পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশু মুমিনকে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম হাওলাদার বলেন, পূর্ব সুবিদখালী গ্রামে খালের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল