গোপালগঞ্জের সোনালীস্বপ্ন একাডেমিতে মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফল উৎসব। বিদ্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে মৌসুমী দেশীয় ফল- আম, লিচু ও জামরুল বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
নাজমুল ইসলাম বলেন, মৌসুমী ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অথচ আমরা দিন দিন বিদেশি ফলে অভ্যস্ত হয়ে পড়ছি। আমাদের উচিত দেশীয় ফল খাওয়া। তিনি জানান, আগামী বছরগুলোতেও ফল উৎসব আয়োজন অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ