চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও জনতা সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। শনিবার (১০ মে) সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থী ও স্থানীয় ছাত্র-জনতা।
এসময় তারা সড়কে বাঁশ ও লাঠি ফেলে যানচলাচল বন্ধ করে দেন। ব্লকেড চলাকালে এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যতীত সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ২ ঘণ্টা পর ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্লকেড চলাকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তীব্র গরম ও যানজটে জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ শাপলা চত্ত্বর, পিলখানা ও সর্বশেষ জুলাই/২৪ এ যে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাতে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না হলে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা, উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা ব্লকেড দিয়ে রেখেছে। এখন তারা অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ