বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে পন্ড করে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার রাজিহার গ্রামের বাসিন্দা দশম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী স্বাগতম বিশ্বাসের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতে ভ্রাম্যমান আদালত অভিযান করে। অভিযানের বিষয়টি টেরপেয়ে বর-কনেসহ স্বজনরা পালিয়ে যায়। তখন কনের মাসহ দুইজনকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, শুক্রবার রাতেই কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পূর্নবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে। পরে আটক দুইজনকে ছেড়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম