চট্টগ্রামের সীতাকুন্ডে ছুরিকাঘাতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি (মামলায় অভিযুক্ত খুনি) মাহমুদুল হককে কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব১৫ এর সহকারি পরিচালক আ. ম. ফারুক বিষয় টি নিশ্চিত করে জানান, র্যাব-৭ এর তথ্য মতে, র্যাব-১৫ এর একটি বিশেষ দল শনিবার ভোরে কক্সবাজারের পেকুয়া উপজেলার শেখেরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ মাহমুদুল হক প্রকাশ করিমকে (২২) গ্রেপ্তার করে। সে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার আহমদ শফির পুত্র।
ঘটনা সূত্র মতে, গত ১৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সীমা আক্তারকে স্বামী মোহাম্মদ মাহমুদুল হক প্রকাশ করিম ছুরি দিয়ে তলপেটে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সীমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন ১৭ এপ্রিল বিকালে সীমা মৃত্যুবরণ করে। ভিকটিমের পিতা মোঃ আইয়ুব (৪৭) বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
করিম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ মাহমুদাবাদ, নডালিয়া চারাল কান্দি (কাজী শহিদুল্লাহর বাড়ি) এলাকার সীমাকে বিয়ে করে অস্থায়ীভাবে বসবাস করতো। গ্রেফতারকৃত করিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনার জন্য সীতাকুণ্ড থানায় প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম