অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজ শনিবার বিকালে শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির গণজমায়াতে তিনি এ দাবি জানান।
আখতার বলেন, ‘বাংলাদেশের জনগণ ৫ আগস্ট সমর্থন দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই। শুধু মানবতাবিরোধী অপরাধ নয়, আওয়ামী লীগ বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এ কথা বলে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, সেটি জুলাইয়ের জনতা কোনোভাবেই মেনে নেবে না।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া জুলাই প্লোক্লেমেশন জারি করতে হবে। যদি এ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে টালবাহানা করে, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।’
বিডি প্রতিদিন/আরাফাত