৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি জোয়ানদের অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৪ শিশুসহ ৯ মিয়ানমার আটক হয়েছে। ঘুমধুম বিওপির স্পেশাল বিজিবি নায়েক সুবেদার রুপম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমধুমের ডুরি সীমান্ত থেকে দালালদের সহযোগিতায় বেশকিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করছে মর্মে খবর পেয়ে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৯টায় নয় মিয়ানমার নাগরিক আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন নারী ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
আটককৃত ৯ মিয়ানমার নাগরিকই হিন্দু ধর্মাবলম্বী। তারা মিয়ানমার ঢেকুবিয়ার বাসিন্দা, মরিচ্যা বউ বাজার এলাকায় তাদের মৃত মায়ের সৎকারে যাচ্ছেন বলে জানিয়েছেন। আটককৃত ৯ মিয়ানমার নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে পুশব্যাক করবেন বলে জানিয়েছে বিজিবি।