নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে আগুন লেগে পুরাতন মালামাল ও বিদ্যুতের লাইন পুড়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার (৪ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছুটোছুটি করেন। হাসপাতালে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চান রোগীর স্বজন ও স্থানীয়রা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে পুরাতন রোগী রাখার সিট ও অন্যান্য আসবাবপত্র হাসপাতালের অভ্যন্তরে জমাট করে রাখা হয়। কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এসব মালামাল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকে।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই মালমালগুলো আগামী সপ্তাহে অকশনে যাওয়ার কথা ছিল। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’
বিডি প্রতিদিন/জামশেদ