শরীয়তপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গোপালগঞ্জ। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ রেহান উদ্দিন,পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ জুয়েল হোসেন। জেলা ক্লিনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নয়ন সরকারসহ বিভিন্ন অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীগণ।
বিডি প্রতিদিন/এএ