কেনিয়ার রাজধানী নাইরোবিতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে দেশটির জাতীয় সংসদের একজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) রাতে ব্যস্ত নগরীর নংগং রোডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত সংসদ সদস্যের নাম চার্লস ওং’ওন্ডো ওয়ে’রে, যিনি বিরোধী দল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের নেতা এবং পশ্চিম কেনিয়ার কাসিপুল নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী গাড়িকে অনুসরণ করছিল মোটরসাইকেলে থাকা সশস্ত্র হামলাকারীরা। একপর্যায়ে একজন বন্দুকধারী মোটরসাইকেল থেকে নেমে গাড়ির কাছে এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত এমপিকে দ্রুত নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেনিয়া পুলিশের মুখপাত্র মুচিরি নিয়াগা জানান, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত ছিল। তিনি বলেন, 'এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়, এটি একটি টার্গেট কিলিং।'
জানা গেছে, নিহত এমপি দুই মাস আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং সেই অনুযায়ী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। ঘটনার সময় তার গাড়িতে থাকা চালক ও দেহরক্ষী অক্ষত ছিলেন।
যে রাস্তায় হত্যার ঘটনা ঘটেছে সেই রাস্তাটি ট্রাফিক পুলিশ অফিসারদের নিয়ন্ত্রণাধীন। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দায়িত্ব পালন করে। এ ছাড়া নিরাপত্তা ক্যামেরা দ্বারা সুরক্ষিত একটি ব্যস্ত চৌরাস্তা এটি। সেই নংগং রোডে হামলাটি হলো।
ঘটনার পরপরই সিনিয়র পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই নৃশংস হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, 'দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।'
এমপি ওং’ওন্ডো ওয়েরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মী আইনপ্রণেতারা। সংসদের স্পিকার মোসেস ওয়েটানগুলা এক বিবৃতিতে বলেন, 'তিনি ছিলেন একজন নির্ভীক ও সম্মানিত সংসদ সদস্য। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।'
অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান রাইলা ওডিঙ্গা এক বিবৃতিতে বলেন, 'একজন সৎ ও নিষ্ঠাবান আইনপ্রণেতাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। কেনিয়া একজন সাহসী সন্তানকে হারালো।'
এ ঘটনায় পুরো দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। দ্রুত তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে সোচ্চার হয়েছেন আইনপ্রণেতারা ও সাধারণ জনগণ।
বিডি প্রতিদিন/মুসা