কিশোরগঞ্জের ভৈরবে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার স্বপন মিয়া (৩৮) ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জজ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার পাওয়ার হাউজ কলোনীর রেলওয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনের রাস্তায় অভিযান চালায়। ছিনতাইকালে একটি দেশীয় চাকুসহ স্বপন মিয়াকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ