‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জামায়াত আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, এবং চেম্বার সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোঃ ওসমান গনি। আলোচনায় অংশ নেন শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ হুমায়ুন কবির।
একইদিন বেলা ১১টায় রেলস্টেশন চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখা, দীর্ঘ ১৭ বছর পর খোলা জায়গায় দিবসটি পালন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম এবং বক্তব্য দেন উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান ও সম্পাদক এনামুল হক।
এছাড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দল এবং বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা আয়োজন করে। সব কর্মসূচিতেই শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/আশিক