কাশ্মিরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পাকিস্তানের প্রতি ক্ষোভে ফুঁসছে ভারত। এর প্রভাব পড়েছে বিনোদন জগতেও। বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের ভারতে কাজের নিষেধাজ্ঞার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, আয়েজা খান, ইকরা আজিজ ও সানাম সাঈদসহ বেশ কয়েকজন পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।
ভারতীয় নেটিজেনরা এসব অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে মেসেজ ভেসে উঠছে— “এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।”
একসময় বলিউডে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান ও আলি জাফর কাজ করলেও পুলওয়ামা হামলার পর বলিউডে পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও তাদের ফিরে দেখা যায়নি আগের মতো।
বিডি প্রতিদিন/আশিক