মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লা ও লড়াইলে পৃথক হত্যা মামলায় নয়জনের দণ্ড দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
মানিকগঞ্জ : হরিরামপুরে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, পারভেজ হোসেন এবং আলীম হোসেন। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় দেন।
বগুড়া : অটোরিকশা চালক আজগর আলী পিয়াল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, আবদুল হান্নান ও রাশেদ খান। আরেক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত-২ এর বিচারক আবু হানিফ এই রায় দেন।
নারায়ণগঞ্জ : আড়াইহাজারে স্বপন নামে এক যুবক হত্যা মামলায় দুই সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শামীম ও হাবিবুল্লাহ।
কুমিল্লা : বখশিশের ১০০ টাকার জন্য সহকর্মীকে হত্যা মামলায় গোলাম রাব্বী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
নড়াইল : নড়াইলে সাড়ে চার বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।