কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল হাকিম (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের নারিকেলবাড়ি সন্ন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, আবদুল হাকিম বাড়ির পাশে পাট খেতে শেয়ালের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। গতকাল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাট খেতে গিয়ে অসাবধানতাবশত তিনি ফাঁদে হাত দেন। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে জমিতেই লুটিয়ে পড়েন। ওসি জিল্লুর রহমান বলেন, পুলিশ পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা নেওয়া হবে।