আর্থিক সহায়তার মাধ্যমে হৃদরোগ আক্রান্ত ৮ বছরের শিশু অত্রি দাশের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের টিম শিশুটির চিকিৎসায় মানবিক সহায়তা পৌঁছে দেন।
শিশুটির বাবা নিতাই দাশ জানান, আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা করাতে পারছিলেন না।
জানা যায়, ৮ বছরের অত্রি দাশ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে। অস্ত্রোপচারের জন্য ৮ লাখ টাকা প্রয়োজন ছিল, যা শিশুটির দিনমজুর পিতা জোগাড় করতে পারছিলেন না।
খবর জানার পর বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন।
বিডি প্রতিদিন/আশিক