বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘ব্রি সাপোর্ট টু সাক্সেসফুল ইম্প্লিমেন্ট র্যাপিড সাইক্ল জিনোমিক সিলেকশন (আরসিজিএস)’ প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) বাংলাদেশের সিনিয়র সায়েন্টিস্ট এবং রাইস ব্রিডার ড. মো. রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. গ্যারি অ্যাটলিন। স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস।
বিডিপ্রতিদিন/কবিরুল