বগুড়া জেলা কৃষকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ সভা হয়।
জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, প্রচার সম্পাদক শামসুল আলম শামস। এছাড়া সাংগঠনিক সভায় বগুড়া জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে কৃষকদের ঘরে ঘরে যেতে হবে। সুখে-দুঃখে তাদের ভাগীদার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল