ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মাসুদ খাঁ (৩০), মনির হোসেন (২৬), লিমন খাঁ (১৯), মো. সাগর মোল্লা (২০) এবং মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুদ খাঁ দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। তার নামে দেশের বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক