শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াষি অভিযানে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, চেয়রম্যান বুলবুল খান শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার আসামি। তিনি এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত সুরত খানের পুত্র।
এছাড়াও একই অভিযানে চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র কাউছার মিয়া (২৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিল লেঞ্জাপাড়া গ্রামের মৃত নুর মিয়ার পুত্র মোরসালিন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকেও আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ