মাদকবিরোধী অভিযানে ফালান রবিদাস (৬০) ও উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (২৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে গাজীপুরের কালীগঞ্জ পুলিশ।
অন্যদিকে, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর এক অভিযানে জুলহাস মিয়া (৩০), নাইম মিয়া (২৩), শান্ত রাজ বর্মণ (২১) ও তানজিল ইসলাম তানভীর (২৩) নামে চার মাদকাসক্তকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলাদা আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার মো: মোজাম্মেল হক।
পুলিশের অভিযানে আটককৃত মাদক কারবারি ফালান উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের শ্যামলাল রবিদাসের ছেলে ও উজ্জ্বল উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত মাদকাসক্ত জুলহাস কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে, নাইম একই এলাকার ইদ্রিস আলীর ছেলে, শান্ত রাজ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের স্বপন রাজ বর্মণের ছেলে ও তানজিল ভোলা জেলার কামাল মৃধার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন বলেন, সোমবার (৭ এপ্রিল) থানা পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ফালান রবিদাসের বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ এবং উজ্জ্বল চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ২০টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে দুজনকেই গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধারাবাহিক কাজের অংশ হিসেবে মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার মো: মোজাম্মেল হক বলেন, সোমবার গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার শীতলক্ষ্যা নদীর পাশ থেকে ৪ মাদক সেবনকারীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪টি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা ও ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের গাজীপুর জেলা জেলখানায় প্রেরণ করা হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল