ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান।
সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঝিনাইদহ শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, জেলা কালেক্টর প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, কারাগার ও হাসপাতালে বাংলা খাবার বিতরণসহ শিশুদের চিত্রাঙ্কন ও ঘুড়ি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া এ উপলক্ষে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমস্ত জাতিগোষ্ঠীর সমন্বয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ