বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াত। সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি মো. আজগর আলি, শহর জামায়াতের অফিস সেক্রেটারী মাও. আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র। তাদের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, ‘মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ