মাদারীপুরের ডাসারে বরিশাল খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে ওঠা দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে সানমানদি পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবৈধভাবে খাল পাড় দখল আর দূষণে বন্ধ হয়ে যায়। খাল পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের কাজে নামে উপজেলা প্রশাসন। এ সময় একই এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায়ও অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, ডাসারে বরিশাল খালের অংশে দখল ভরাট করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের নোটিশ দেওয়া হলেও সরিয়ে নেননি। সে কারণে রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে খালটি অবৈধ দখলমুক্ত করা হয়। এছাড়া, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একাধিক চুল্লীসহ অবৈধ কারখানাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএ