নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। নিহত বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। কিশোরের পড়নে ছিলো একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, কিশোরের কোন পরিচয় পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদ্রাসা শিক্ষার্থী হতে পারে। আশেপাশের থানায় সংবাদ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল