গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে সমাবেশ করে।
এ সময় জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হোসেন সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। সেখানকার নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে। বোমা হামলায় আকাশে উড়ছে মানুষ। মসজিদে মুয়াজ্জিনের আজানে আল্লাহু আকবর বলার পর মাইকে কোনো সাড়া শব্দ নেই, কারণ মসজিদের ওপরও পড়েছে বোমা। ইসরায়েলি হামলায় প্রতিদিন যেখানে গড়ে একশো শিশুপ্রাণ হারাচ্ছে সেখানে প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের সংখ্যার তো কোনো হিসেব নেই। শুধু তাই নয়, এই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের হত্যা করে সেই লাশের ওপর দাঁড়িয়ে মদ্যপান করছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ