ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হিমেল মুন্সীসহ পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে নগরকান্দার জঙ্গুরদী গ্রামের মাহাবুবুর রহমান মঞ্জু মুন্সীর বাড়ীতে অভিযান পরিচালনা করে।
এ সময় বাড়ী থেকে মঞ্জু মুন্সী, তার স্ত্রী হামিদা বেগম, ছেলে হিমেল মুন্সী ও মেয়ে নাজিবা আক্তার টুকটুকিকে গ্রেফতার করে। বাড়ীতে তল্লাসী চালিয়ে বেশ কয়েকটি দা, ছুরি, চাপাতি, হাতুড়ি, ছোরা, হকিস্টিক উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, মঞ্জু মুন্সীর ছেলে হিমেল মুন্সী বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল হিমেল মুন্সী। তার অত্যাচারে অতিষ্ঠ নগরকান্দাবাসী।
নগরকান্দার থানার ওসি মো. সফর আলী বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার মাহাবুবুর রহমান মঞ্জু মুন্সীর বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ