নেত্রকোনার মোহনগঞ্জে আলোচিত আনোয়ার হত্যা মামলার রায়ে মো. রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে এ মামলার আসামি আরও তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।
সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রাজা মিয়া মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে।
বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন-একই গ্রামের মো. ইছব মিয়া, মো. ফয়েজ উদ্দিন ও মো. সফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০০৯ সালের ২১ জুন বিকেলে বানিয়াজুরা গ্রামের মো. ফজলুল করিমের ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার আসরের নামাজের ওজু করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রাজা মিয়া পেছন দিক থেকে এসে দা দিয়ে খুন করার উদ্দেশ্যে হাতে ও ঘাড়ে কুপিয়ে জখম করে।
পরদিন জখম আনোয়ার হাসপাতালে মারা গেলে নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করে।
বিডি প্রতিদিন/এমআই