ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ঘৃণা প্রকাশের মধ্য দিয়ে এ হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যে অন্যতম দুজন হলেন- শাকিব খান ও জয়া আহসান। শাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’ শাকিব খানের এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করে অসংখ্য নেটিজেন মন্তব্য করেছেন। মেহেরিন নামে একজন লেখেন, অনেক কষ্ট লাগছে যা বলে বোঝাতে পারব না।’ মনির লেখেন, ‘ভালোবাসা আরও বেড়ে গেল আপনার প্রতি বস।’ অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’ জয়া আহসানের এ পোস্টটিও তাঁর ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছে।