বাংলা নববর্ষ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তিতে ১৫ দিনব্যাপী কারুশিল্প মেলা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ফাউন্ডেশনের সভাকক্ষে পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোরশেদ, শেগুফতা মেহনাজ, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম সরকার, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
প্রস্তুতিমূলক সভায় আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে উপস্থিত সকলেই মতামত প্রদান করেন। এবারের নববর্ষ অনুষ্ঠানে উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং উপজেলা প্রশাসন ছাড়াও প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে শোভাযাত্রা করতে পারবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
অপরদিকে, ১৪ এপ্রিল পয়লা বৈশাখ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১৫ দিনব্যাপী কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে কারুপল্লীর দোকান মালিক সমিতির সদস্য ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে মঙ্গলবার দুপুরে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা করেছেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
মেলায় কারুশিল্পীরা ফ্রিতে স্টল পাবে এবং কারুশিল্প ব্যতীত অন্যকোনো স্টল স্থান পাবে না বলে জানানো হয়। আগামী ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মেলা চলবে বলেও জানান ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
বিডি প্রতিদিন/এমআই