প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের বোঝা নয়, তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। প্রতিবন্ধীতা কোনোও অভিশাপ বা পাপ নয়। অন্যান্য সন্তানের মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে উঠবে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এসব কথা বলেন।
রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুর, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে ১৩টি হুইল চেয়ার ও দুটি ট্রাই সাইকেল বিনামূল্যে বিতরণ করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এসময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাসিম হোসেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, কাম টু সেভ (সিটিএস) এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ