কক্সবাজারের টেকনাফে মুরগি বিক্রির বকেয়া টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দোকানদারের মারধরে দিলদার মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিরঘোনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দিলদার মিয়া (২৭) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার বাসিন্দা আব্দুস সুবহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দোকানদার আবুল হাশেম মুরগি বিক্রির পাওনা টাকার বিষয়ে দিলদারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে লাথি-ঘুষি মারতে থাকেন। এতে দিলদার মাটিতে ঢলে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পালংখালী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল