মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া নীলকুঠি পাড়ার বাসিন্দা কৃষক মিন্টু ব্যাপারীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
ভুক্তভোগী কৃষকের নাম মিন্টু বেপারী। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া নীলকুঠি পাড়া এলাকার মৃত ইউসুফ আলী বেপারী ছেলে।
খবর নিয়ে জানা যায়, শনিবার (০১ মার্চ) ভোরে কৃষক মন্টু তার গোয়ালঘরে গিয়ে দেখেন চারটি গরু চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত আড়াই-তিনটার মধ্যে গরুগুলো চুরি হয়েছে।
ভুক্তভোগী কৃষক মিন্টু বেপারী বলেন,' আমার গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি ষাঁড় ও একটি বাছুর চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো'।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, 'বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে সম্প্রতিকালে গজারিয়া উপজেলার কয়েকটি এলাকা থেকে গরু চুরির খবর পেয়েছি আমরা। আমরা গরু চোর ধরতে তৎপরতা বাড়িয়েছি'।
বিডি প্রতিনিধি/হিমেল